ঢাকার জাতীয় ফুটবল দলের মাঠ কাঁপানো মাহমুদুল হক লিটন এখন চুয়াডাঙ্গার ফুটবল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন

 

স্টাফ রিপোর্টার: ঢাকা আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ দলের তারকা ফুটবলার মাহমুদুল হক লিটন এক সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন। জাতীয় লিগের শিরোপা জয়ে ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় দলের হয়ে দেশ-বিদেশের মাটিতে ফুটবল শৈলী দেখিয়ে ফুটবল দর্শকদের মন জয় করেছেন চুয়াডাঙ্গার এ কৃতীসন্তান মাহমুদুল হক লিটন। চুয়াডাঙ্গার মাটিতে হাটি-হাটি পা পা করে এক সময় চুয়াডাঙ্গার গণ্ডি পেরিয়ে ৮০’র দশকে  ঢাকা ফুটবলে যে কয়জন চুয়াডাঙ্গার কৃতীফুটবলার উজ্জ্বলভাবে নিজেদেরকে মেলে ধরেছিলেন তার মধ্যে মাহমুদুল হক লিটন অন্যতম। ঢাকার  আবাহনী, ব্রার্দাস, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন ক্লাবে ফুটবল খেলে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন ঢাকায়। ফুটবল থেকে খেলোয়াড় হিসেবে অবসর নিলেও কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। গত এক সপ্তা যাবৎ ফুটবলার লিটন চুয়াডাঙ্গায় অবস্থান করছেন। চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে সরোয়ার হোসেন জোয়ার্দ্দার ও শহিদুল কদর জোয়ার্দ্দার উদীয়মান কিছু ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহমুদুল হক লিটন বলেন, ঢাকা ফুটবলের জন্য তো অনেক কিছু করলাম। এবার নিজ জেলার ফুটবল ও ফুটবলাদের জন্য কিছু করতে চাই। গতকাল সোমবার টাউন মাঠে ফুটবলারদের প্রশিক্ষণের এক ফাঁকে তিনি বলেন, প্রকৃত ফুটবল খেলা শিখতে চুয়াডাঙ্গার আগ্রহী ফুটবলার তোমরা যারা ফুটবল খেলতে চাও তারা মাঠে এসো। তোমরা শুধু চুয়াডাঙ্গায় ভালো খেলার জন্য ফুটবল খেলতে চেয়ো না। ঢাকা লিগে বা জাতীয় লিগে খেলার জন্য খেলা অনুশীলন করো। আমি তো ঢাকায় থাকি। আমি আমার সাধ্যমত তোমাদের ঢাকার যে কোনো লিগে খেলার সুযোগ করে দেয়ার চেষ্টা করবো। এভাবে ঢাকা কেন্দ্রিক ফুটবল খেলা শেখার চেষ্টা করলে  এক সময় চুয়াডাঙ্গার ফুটবলাররা আবার জাতীয় দলে জায়গা করে নেবে বলে আমি মনে করি।