ছাগল চুরির অভিযোগে নারীকে মারপিট : ছাগল মালিকসহ ৪ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: ছাগল চুরির অভিযোগে এক নারীকে মারপিটের অভিযোগে চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতালপাড়ার শফিকুল, সাইফুল এবং কলেজপাড়ার সবুজ ও শান্তিপাড়ার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গতপরশু বিকেলে চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতালপাড়ার ডিজিটাল মোড়ের নিকটস্থ বাচড়ায় চরা ছাগলের গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ তুলে আটক করা হয় বোরকা পরা এক নারীকে। শুরু হয় গণপিটুনি। দফায় দফায় মারপিটের পর ছেড়ে দেয়া হয়। এর পরদিন গতকাল পুলিশের কাছে নালিশ পৌঁছায়। পুলিশ অভিযান চালিয়ে ছাগল মালিক সাইফুল ও তার বড় ভাই শফিকুলকে গ্রেফতার করে। এছাড়াও একই অভিযোগে ধরা হয়েছে শান্তিপাড়ার সুমন ও কলেজপাড়ার সবুজকে। ওসি বলেছেন, রুজৃকৃত মামলায় এদের গ্রেফতার করা হয়েছে।

ছাগলচোর ধরে পিটুনির মামলায় ৪ জনকে গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ বলেছে, হাতেনাতে চোর ধরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ না গেলে ক্ষুব্ধ আমজনতা পিটিয়েছে। অথচ পুলিশ ধরেছে ঘটনাস্থলে না থাকা দুই ভাইকে।