চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুই বিদেশি নাগরিকসহ তিনজন হাতিয়ে নিলো আড়াই লাখ টাকা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ইমরান ফিলিং স্টেশন থেকে প্রতারণা করে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নিলো দুই বিদেশী নাগরিকসহ ৩ প্রতারক। সোমবার বিকেলে ছাই রঙের প্রাইভেটকারে চেপে এসে এই প্রতারণা করে সটকে পড়ে তারা। মেহেরপুরের অয়ন ফিলিং স্টেশনে অজ্ঞাত পদার্থ স্প্রে করে এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি। এ ঘটনার পর আশপাশ সব ফিলিং স্টেশনকে সতর্ক করা হয়েছে।

চুয়াডাঙ্গা জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার দৈনিক মাথাভাঙ্গাকে জানান, তারই মালিকাধীন চুয়াডাঙ্গা ভিমরুল্লায় অবস্থিত ইমরান ফিলিং স্টেশনে বেলা ২টার দিকে দুজন বিদেশী নাগরিকসহ ৩ জন এক লিটার সুপার-ভি মবিল চায়। কাউন্টার থেকে একজন হাত বাড়ায় ওটা নেয়ার জন্য। আরেকজন কাউন্টারের ভেতরে ঢুকে এক হাজার টাকার একটি পাঁচশ’ টাকার নোট দেয় তা ভাঙিয়ে মবিলের দাম রাখার জন্য। এ সময় প্রতারকরা একটি নেটের ব্যাগ চায়। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক একটি ব্যাগ এনে তাদের হাতে দেয়ার ফাঁকে ক্যাশ বাক্স থেকে প্রায় ৭০ হাজার টাকা তুলে নেয় তারা। কিছু বুঝে ওঠার আগেই প্রতারকরা সটকে পড়ে। হাবিল হোসেন জোয়ার্দ্দার জানান, এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তিনি জানান, প্রতারক দলটি কয়েক ঘণ্টার মাথায় মেহেরপুর জেলা শহরের অয়ন ফিলিং স্টেশন থেকেও ভয়ঙ্কর কায়দায় টাকা হাতিয়ে সটকে পড়ে। তিনি জানান, প্রতারকরা অজ্ঞাত পদার্থ স্প্রে করলে ব্যবস্থাপক সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেন। এই সুযোগে ক্যাশ বাক্স থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে প্রতারকরা চলে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ফিলিং স্টেশনের মালিক রানা। তিনি জানান, এ দুটি ঘটনার পর সকল ফিলিং স্টেশনকে সতর্ক করা হয়েছে এবং পুলিশকে জানানো হয়েছে।