স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাত ৯টার দিকে ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়কের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সন্ধ্যার পরে দলীয় কার্যালয়ে কেন্দ্র থেকে অনুমোদিত বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের হু্ইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাছুদুর রহমান মাছুম, যুগ্মআহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন, মিঠুন আলী, মোছা. দীপ্তি নাহার, তারিক হাসান, রাকিব, মুন্নাসহ জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নবগঠিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাজপথে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সন্ধ্যার পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাছুদুর রহমান মাছুম, যুগ্মআহ্বায়ক আশরাফুল ইসলাম ও লোকমান হোসেনসহ নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করিয়ে তাদের কাছে এবং জেলাবাসীর নিকট দোয়া চান । এ সময় উপস্থিত থেকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য খালিদ মাহামুদ, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহামেদ জীম, ইসরাইল, রায়হান, আলিফনুর, রিংকু, রাশেদ, মোমিন, টোকন, রানা, সাদাফ, প্রান্ত, মিঠুন, স্বপন, নয়ন, অভি, জাহিদসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।