কোটচাঁদপুর উপজেলায় পাঁচ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ২৩৫ জন

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। এ নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিটি গ্রাম মহল্লায় নির্বাচনী পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে। এ উপজেলায় রয়েছে মাত্র ৫টি ইউনিয়ন। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী ২২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫১ জন, সাধারণ মেম্বার পদে ১৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে দুজন সাধারণ মেম্বার পদে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হচ্ছেন- সাবদারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে তাফসিরুজ্জামান ও কুশনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে নাছির উদ্দীন। চেয়ারম্যান পদে ইউনিয়ন ৫টিতে নির্বাচন করছেন সাবদারপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নওশের আলী নাছির, বিএনপির ধানের শীর্ষ প্রতীক নিয়ে মিজানুর রহমান খান লাভলু, জামাতের স্বতস্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন আনারস প্রতীক নিয়ে। দোড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে কাবিল উদ্দীন বিশ্বাস, বিএনপির ধানের শীষ নিয়ে মনিরুল ইসলাম মন্টু, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতীকে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে মানিক মিয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন জাহিদুর রহমান চাঁদ। কুশনা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আব্দুল হান্নান, বিএনপির ধানের শীষ নিয়ে লিয়াকত আলী, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জামায়াতের শরিফুর রহমান টিটো, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকে ওয়াহেদুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আতিয়ার রহমান মেটরসাইকেল প্রতীকে এবং স্বতন্ত্র জুলফিকার আলী রাজা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অবশ্য দোড়া ও কুশনা ইউনিয়ন দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই বলে জানানো হয়েছে। বলুহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আব্দুল মতিন, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে জামায়াতের শাহ আলম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী লড়ছেন শরিফুল ইসলাম। এলাঙ্গী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান খান, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক এবং জামায়াতের স্বতস্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দীন। এদিকে সাবদালপুর ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান লাভলু এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, ভোট যতোই এগিয়ে আসছে প্রতিটি ইউনিয়নে সাধারণ ভোটারদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকির মাত্রা দিনে দিনে বাড়ছে। যে কারণে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে।

Leave a comment