কুষ্টিয়া প্রতিনিধি: ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’র সফল বাস্তবায়নে সফলতার জন্য দেশসেরা জেলা প্রশাসক হওয়ায় কুষ্টিয়ার ডিসি সৈয়দ বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাট অধিদপ্তর কুষ্টিয়ার কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কক্ষে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, পাটজাত দ্রব্যের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে যেকোনো প্রদক্ষেপ গ্রহণ করা হবে। পাট আমাদের দেশীয় পণ্য। আমাদের দেশে উন্নতমানের পাট উৎপাদন করা হয়ে থাকে। তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার আইনটি বাস্তবায়নের জন্য জেলাব্যাপী অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস, পাট উন্নয়ন কর্মকর্তা মামুন-অর রশিদ, সদর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুখ হোসেন, দৌলতপুর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, খোকসা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন, কুমারখালী উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিরাজুল ইসলাম, মিরপুর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, ভেড়ামারা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন প্রমুখ। এ সময় তারা জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।