মহেশপুরে পদ বঞ্চিত ছাত্রদল কর্মীদের হাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গুরুতর আহত

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে পদ বঞ্চিত ছাত্রদলের কর্মীদের হাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন গুরুতর আহত হয়েছেন।  তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয়সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহেশপুর পুরাতন পৌর ভবনের নিচ তলায় বিএনপির অফিসে ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক বাবুর সভাপতিত্বে সভা চলাকালীন সময়ে পদ বঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী আচমকা এসে ওই মিটিঙে হামলা করে। এ সময় ওই মিটিঙের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমানের ওপর হামলা হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিভাবে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. এএ আব্দুল আহাদ জানান, ছাত্রদলের গ্রুপিঙের কারণে এ ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসারত মোমিনের সাথে যোগাযোগ করলে তিনি মোবাইলফোনে বলেন, পদ বঞ্চিত ছাত্রদলের রুমেল, বুল্লা, অমর আলীর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ছাত্রদল কর্মী লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি শোনার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাকে হাসপাতালে দেখতে যান।