ভক্তের কাজে মুগ্ধ হয়ে চাকরির প্রস্তাব দিলেন শাহরুখ

 

 

এপ্রিলে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। অনলাইনে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলারে ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে নিজেকে প্রতিস্থাপিত করে রাতারাতি তারকা বনে গেছেন ভারতের মুম্বাইয়ের ছেলে শিবম জেমিনি। তার কাজে অন্য সবার মতো বিস্মিত খোদ শাহরুখও। আর তাই টুইটারের মাধ্যমে শিবমকে চাকরির প্রস্তাব দিয়েছেন ‘বাদশা’। ‘ফ্যান’ মুভিতে শাহরুখকে দুটি ভূমিকায় দেখা যাবে। এর মধ্যে একটি চরিত্রের নাম আরিয়ান খান্না, যে একজন বড় সুপারস্টার। অপর চরিত্রের নাম গৌরব, যে ওই সুপারস্টারের সব থেকে বড় ভক্ত। ট্রেলারে গৌরবের ভূমিকায় নিজেকে জুড়ে দিয়েছেন শিবম। আর এ নিয়ে দারুণ হৈ চৈ শুরু হয়েছে ইন্টারনেটে। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘ফ্যান’ এর ট্রেলার বেশ পছন্দ করছেন দর্শকরা। তার প্রমাণ, প্রায় রোজই হাজার হাজার অভিনন্দন বার্তায় ভরে উঠছে শাহরুখের টুইটার ও অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। শাহরুখ ধৈর্য ধরে সব মেসেজ নিজেই পড়েন। টুইটারে এমনই একটা মেসেজে চোখ আটকে যায় তার। একজন ভক্ত ‘ফ্যান’ ছবির ট্রেলার নতুন করে বানিয়ে পোস্ট করেন। সেই ট্রেলারে দেখা যাচ্ছে শিবম নিজেই ছবিটির চরিত্র গৌরবের ভূমিকায় অভিনয় করছেন।

শাহরুখ ওই ট্রেলার দেখে এতটাই মুগ্ধ হন যে, শিবমকে নিজের প্রডাকশন হাউজে ভিজ্যুয়াল ইফেক্টস ডিপার্টমেন্টে চাকরির অফার দিয়েছেন।