স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলে সর্বশেষ খেলেছেন ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি আব্দুর রাজ্জাকের। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে চলেছেন এ বাঁহাতি স্পিনার।
এবার এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিকও হয়ে গেলেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এ স্পিনার। এর আগে জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন রাজ্জাক।
কক্সবাজারে বিসিএলের পঞ্চম রাউন্ডে সোমবার প্রথম দিনেই এনামুলকে ছাড়িয়ে যান প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলা রাজ্জাক। ৪১৮ উইকেট নেওয়া এনামুলকে ছাড়িয়ে যেতে রাজ্জাকের দরকার ছিল ২ উইকেট। ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যান শুভাগত হোমকে এলবিডব্লিউ করে এনামুলকে ছুঁয়ে ফেলেন। পরে ওয়ালটনের হয়ে সেঞ্চুরি করা রকিবুল হাসানকে মইনুল ইসলামের ক্যাচ বানিয়ে উঠে যান নতুন উচ্চতায়। প্রথম দিনে ২ উইকেট নেয়া রাজ্জাক দ্বিতীয় দিনে আরো ৩ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন রাজ্জাকের উইকেট সংখ্যা ৪২২টি।