ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান পরেছেন লাল রঙের প্যান্ট আর হলুদ রঙের টিশার্ট। মাথায় পরেছেন একটি মস্ত বড় উইগ। অন্যদিকে নায়িকা অপু বিশ্বাসকে দেখা গেল তার মাথার সব চুল লাল রঙে রাঙা। ঠোঁটে ঝুলে আছে অস্বাভাবিক হাসি। কেন তাদের এই লুক! শাকিব খান বলেন, ‘পাংকু জামাই’ ছবিটি কমেডিতে ভরপুর। গল্পটাও ভীষণ মজার। আমার বিশ্বাস অনেক দিন পরে দর্শক এই ছবিটি দেখে মন খুলে হাসতে পারবেন। অপু বিশ্বাস জানালেন, আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্য এ রকম লুকে দেখা যাবে তাদের।
অন্যদিকে নির্মাতা আব্দুল মান্নান জানান, চলতি বছরের যে কোনো সময় মুক্তি পাবে পাংকু জামাই। চলচ্চিত্রটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যেই পুরো ছবির শুটিং শেষ হয়ে যাবে। শাকিব-অপুকে নিয়ে পরিচালকের প্রথম চলচ্চিত্র ‘পাংকু জামাই’। এতে আরও অভিনয় করছেন— পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গান গেয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন ও এস আই টুটুল।