কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভরসা গ্রুপের নকল আজিজ বিড়ি তৈরির কারখানা থেকে ১ কোটি টাকার সমমূল্যের নকল রাজস্ব ব্যান্ড রোল, ৫ লাখ টাকা মূল্যের ৩ বস্তা নকল বিড়ি ও ২০ কোটি বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় কারখানার মালিক অব্দুর মজিদকে (৩৫) গ্রেফতার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভরসা গ্রুপের লিগ্যাল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে আব্দুল মজিদ নকল আজিজ বিড়ি তৈরি করে বাজার জাত করছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে আব্দুল মজিদকে আটক করেন। এ সময় ১ কোটি টাকার সমমূল্যের নকল রাজস্ব ব্যান্ডরোল, ৫ লাখ টাকা মূল্যের ৩ বস্তা নকল বিড়ি ও ২০ কোটি বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা নকল বিড়ি তৈরির সরঞ্জাম কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়।