আলমডাঙ্গা আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা আইডিয়াল কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ খন্দকার মীজু আহমেদ। প্রতিষ্ঠানের সভাপতি মীর আমিনুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। হারদী এমএস জোহা কলেজের প্রভাষক একেএম ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মোনায়েম। পরে সকল শিক্ষক কর্মচারীকে নিয়ে সঙ্গীতশিক্ষক রাকিব হাসান খান পিটার ও সুশীল কর্মকার সাংস্কৃতি পরিচালনা করেন।