রাজশাহীতে জেএমবির আরেকটি নাশকতার ছক ব্যর্থ : পেট্রোলবোমা ও বিস্ফোরক দ্রব্যসহ ৩ জেএমবি গ্রেফতার

রাজশাহীতে জেএমবির আরেকটি নাশকতার ছক ব্যর্থ : পেট্রোলবোমা বিস্ফোরক দ্রব্যসহ জেএমবি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরেকটি নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ৱ্যাব। গতকাল রোববার ভোরে জেলার বাগমারা উপজেলার প্রত্যন্ত গ্রাম সগুনা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে বিস্ফোরক, ১৭টি তাজা বোমা ও ৭টি পেট্রোলবোমা ও জিহাদী বইসহ সংগঠনটির তিন ক্যাডারকে হাতেনাতে গ্রেফতার করেছে ৱ্যাবের রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল। এরা হলেন গোপালগঞ্জ সদরের আজিজুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিলপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবু সাঈদ মানিক (২৮) এবং চাঁদপুর সদরের মহিষাদি গ্রামের মৃত হাবিবুল্লাহ পাটোয়ারীর ছেলে পিএম শাহেনশাহ তানিন (৫২)।

ৱ্যাব-৫, রাজশাহীর এএসপি অলোক বিশ্বাস জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে জেএমবির সক্রিয় সদস্যরা রাজশাহী অঞ্চলে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৱ্যাবের জঙ্গি দমন সেল গোয়েন্দা তৎপরতা শুরু করে। ইতোমধ্যে ৱ্যাব জানতে পারে জেএমবির ৭ মার্চকে সামনে রেখে বাগমারায় নাশকতার ছক কষেছে। এরপর তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে ৱ্যাবের মেজর মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে ৱ্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল বাগমারা উপজেলার সগুনা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১৬টি তাজা বোমা (ককটেল), ৭টি পেট্রোলবোমা,  জিহাদী পুস্তক ও বিস্ফোরক উদ্বার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত জেএমবি ক্যাডার আবু সাঈদ মানিক একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র পরিচালনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জেমমবির সক্রিয় সদস্য। সে স্থায়ী ঠিকানার পরিবর্তে ছদ্মবেশে গাজিপুরের জয়দেবপুর এলাকায় বসবাস করতো। আর আইটি দক্ষতা সম্পন্ন জেমমবির সক্রিয় সদস্য আমিনুর রহমান ছদ্মবেশে বসবাস করতো সিলেটের ফেঞ্চুগঞ্জে। এছাড়া ইলেকট্রিক ডিভাইস ও ডিলে সার্কিট তৈরিতে পারদর্শী জেমমবির সক্রিয় সদস্য পিএম শাহেনশাহ তানিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড়ে ছদ্মবেশে বসবাস করতো। নিজ নিজ অবস্থান থেকেই তারা জেএমবির নাশকতায় অংশ নিতো।