শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ৬ উইকেটের জয়

 

স্টাফ রিপোর্টার: এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উমর আকমলের ৪৮ রানের ওপর ভর করে ১৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

গতকাল শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিঙের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। নির্ধারিত ২০ ওভারে লংকানরা ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে চান্ডিমালের দল। লংকানদের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন তিলকারত্নে দিলশান।

পাকিস্তানের সূচনা অবশ্য খুব একটা ভালো হয়নি। চতুর্থ ওভারের তৃতীয় বলে দলীয় ২৩ রানের মাথায় ওপেনার হাফিজকে (১৪) হারায় পাকিস্তান। অষ্টম ওভারের প্রথম বলে ৫৮ রানের সময় ফিরে যান অপর ওপেনার সারজিল খান (৩১)। হাফিজ আউটের পর উইকেটে আসা উইকেট কিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৩৮ রান করেন। দলীয় ৯৪ রানে সিরিবর্ধেনের বলে আউটের আগে উমর আকমলের সাথে ৩৬ রানের জুটি গড়েন সরফরাজ। তৃতীয় উইকেটের পতনের পর শোয়েব মালিকের (১৩) সাথে ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান উমর। জয় থেকে মাত্র এক রান দূরে থাকতে কুলাসেকারার বলে থিসারা পেরেরার তালুবন্দী হওয়ার আগে ৩৭ বলে ৪৮ রান করেন এ ডানহাতি।

চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে আসা ইফতেখার আহমদ শেষ পর্যন্ত কোনো বল খেলার সুযোগ পাননি। চার বল হাতে রেখেই পাকিস্তানকে কাঙ্ক্ষিত রান এনে দেন শোয়েব মালিক। উমর আকমল ম্যান অব দ্য ম্যাচ নির্বচিত হন।