মুজিবনগরের মহাজনপুরে চাঁদার দাবিতে পেঁপের ফলন্ত গাছ কেটে তছরূপ

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের কৃষক আব্দুল হামিদের এক বিঘা জমির পেঁপের ফলন্ত গাছ কেটে তছরূপ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের আঁধারে এ ঘটনা ঘটে। ক্ষেতমালিকের ওপর প্রতিশোধ নিতে পেঁপের ফলন্ত গাছ তছরূপ করা হয়েছে বলে ধারণা করছে এলকাবাসী।

জানা গেছে, গ্রামের ঈদগা নামক মাঠে ১ বিঘা জমিতে পেঁপের আবাদ করেন আব্দুল হামিদ। ক্ষেতমালিক আব্দুল হামিদ মাথাভাঙ্গাকে জানান, বেশ কিছুদিন থেকে মোবাইলফোনে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। আমি চাঁদার টাকা দিতে না পারায় গত বৃহস্পতিবার রাতে ক্ষেতের প্রায় ১শ ফলন্ত পেঁপে গাছ কেটে তছরূপ করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালের দিকে বিষয়টি নজরে পড়ে আব্দুল হামিদের। এতে এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, গতকাল দুপুরে ঘটনাস্থল মাঠ পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান চালানো হবে।