চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভেচ্ছা

 

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা প্রশাসক, সিভিল সার্জন ও  অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নতুন নেতৃত্বের শুভ কামনায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়েছে।

বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা ও সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরীসহ ক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ সাংবাদিক সমিতি (রেজি. নম্বর বি-২১২০) চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত সভাপতি মাহতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। মাহতাব উদ্দিন এ সময় আগামী দিনগুলোতে জেলার সাংবাদিক ও  সাংবাদিকতার মানোন্নয়নে প্রেসক্লাবের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করলে প্রেসক্লাব নেতৃবৃন্দ স্বাগত জানান।

এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার আল আমিন, বর্তমান কমিটির যুগ্মসম্পাদক বিপুল আশরাফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহাদ আলী মোল্লা, নির্বাহী সদস্য রফিক রহমান, শাহ আলম সনি, কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাংবাদিক সমিতির যুগ্মসম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুস সালাম, দফতর সম্পাদক কামরুজ্জামান চাঁদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ১২টার দিকে সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত সভাপতি মাহতাব উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসক সায়মা ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ জেলা প্রশাসককে অবগত করেন যে, রেজি. নম্বর বি-২১২০ বাংলাদেশ সাংবাদিক সমিতিই একমাত্র বৈধ সংগঠন । নেতৃবৃন্দ এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা এবং সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়ের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। প্রেসবিজ্ঞপ্তি