পৃথক ৩টি দুর্ঘটনায় আহত ৪ : তিনজন রেফার

 

 

দামুড়হুদা মক্তারপুরের কাজলকে হোগলডাঙ্গার রাস্তা থেকে মুমর্ষ অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের পৃথক স্থানে তিনটি দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে তিনজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে।

দামুড়হুদা মোক্তারপুরের কাজলকে সংজ্ঞাহীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। তাকে গতকাল শনিবার সকাল ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের রাস্তা থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথা ও পেটে গুরুতর আঘাত হয়েছে। স্থানীয়রা বলেছেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন কাজল (২৫)। তার পাশেই পড়ে ছিলো মোটরসাইকেল। কাজল মোক্তারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। কীভাবে কার সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে সূত্র বলেছে, পাউয়ারটিলারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। অপরদিকে চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার কুদ্দুস আলীর ছেলে মোজাম (২৫) ও মাঝেরপাড়ার দাউদ মিয়ার ছেলে সুমন (২৫) দর্শনা থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে লোকনাথপুর তালতলা নামক স্থানে দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। মোজামের হাত-পা গুঁড়িয়ে গেছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। সুমনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গতকাল বিকেলে ঝিনাইদহ জেলা সদরের মধুহাটি ইউনিয়নের যাদবপুরের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৩০) করিমনযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। বিপরীতমুখি অটোর ধাক্কায় তার ঝুলিয়ে বসা পা গুঁড়িয়ে যায়। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকেও রেফার করা হয়েছে।