হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির সাথে দেখা করে জানালেন ফুলেল শুভেচ্ছা : নিলেন দোয়া

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তথা কেন্দ্রীয় সংসদে অবস্থান করে নিয়েছেন চুয়াডাঙ্গার ৫ জন। এরা গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে দেখা করেন। দোয়া চান।

সংসদ ভবন প্রাঙ্গণের সরকারি বাসবভনে হুইপ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদে স্থান করে নেয়া ছাত্রদের অভিনন্দন জানান। সাফল্য কামনা করেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভা মেলে ধরার আহ্বান জানান। একই সাথে চুয়াডাঙ্গার কল্যাণে অবদান রাখারও তাগিদ দেন তিনি।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদে চুয়াডাঙ্গার সন্তানদের মধ্যে যারা অবস্থান করে নিতে পেরেছেন তারা হলেন- সহসভাপতি সাকিব হাসান সুইম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু হানিফ, উপ তথ্যপ্রযুক্তি সম্পাদক আনোয়ার হাবীব অনিক ও উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মেহজাবীন মোস্তাকিন জাবিন।