মেহেরপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় মেহেরপুর জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা আবেদীন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আমানুল্লাহ আমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রূপক। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী অ্যাড. মিনা পাল, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুফিয়া আক্তার জামিলা, সহসভানেত্রী আমেনা খাতুন, সাধারণ সম্পাদিকা সামছুন নাহার ঝুনু, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা মান্নান, সাংগঠনিক সম্পাদিকা সফুরা খাতুন প্রমুখ। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।