দৌলতপুরে অটিজম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার থানা বাজার এলাকায় অবস্থিত দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শনিবার সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাদিকুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা, সাংবাদিক এমএস শাহীন, মজনুল কবীর পান্না প্রমুখ।