দেশের মানুষের চিত্তবিনোদনে এ ধরনের পার্ক নির্মাণ জরুরি

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার শিবনগর ডিসি ইকো পার্কের মিনি চিড়িয়াখানা উদ্বোধন করলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব ইকো পার্কে আগমনের সাথে সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মন্ত্রিপরিষদ সচিব গোটা পার্কটি পরিদর্শন ও পার্ক চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে ডিসি ইকো পার্কে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ ও আলোচনাসভা।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে চিত্ত বিনোদনের জন্য গড়ে তোলা হচ্ছে পার্ক ও পর্যটন কেন্দ্র। এ অঞ্চলে দর্শনীয় স্থানের মধ্যে মেহেরপুরের মুজিবনগর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, কুষ্টিয়ার লালন ও আমঝুপির নীলকুঠির জন্য বিখ্যাত তেমনিভাবে চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চল শিবনগরের ডিসি ইকো পার্কটি বিখ্যাত হয়ে উঠবে। আমি এ পার্কটির উন্নতি কামনা করছি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব এনএম জিয়াউল আলম, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস, সামাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী শেখ হামীম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেরা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, ইলিয়াস হোসেন, জুডানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, মদনা ইউপি চেয়রম্যান জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, আ.লীগ নেতা আব্দুল করিম, সবুর মেম্বার, আশাদুল হক, ফয়সাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ সচিব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘরের ফলক উদ্বোধন করেন।