টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গা শান্তিপাড়ার রুবিনা ইয়াবাসহ গ্রেফতার)

মাদক মাদক হাজার মাদক

খায় নাকি তা লাখো খাদক

তুমিও খাও আমিও খাই

ভাগ্নে মামা মামিও খায়

বউ বাচ্চা স্বামীও খায়

গোপনে খায় কেউ_

 

মদ হোরোইন আফিম গাঁজা

ফেন্সি বাবা কোকেন যা যা

খাও যদি খাও ঘরে বসে

কিংবা নদীর চরে বসে

কাঁপছো কেন জ্বরে বসে

পিছে তোমার ফেউ?

 

তুমি বেজায় নেশা খোর

নামকরা এক পেশাখোর!

 

-আহাদ আলী মোল্লা।