স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ৫টি নাশকতা মামলার পলাতক আসামি মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতিয়ার রহমান একই উপজেলার সুরাট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলার সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ৫টি নাশকতা মামলার আসামি। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। তিনি বাড়ি ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে তার সুরাট গ্রামে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ওসি আরো জানান, ইতঃপূর্বে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা, বিষয়খালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ ৫টি মামলার পলাতক আসামি ছিলেন মতিয়ার রহমান।