স্টাফ রিপোর্টার: এনপিএল ক্রিকেট লিগের জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ আগামী ৫ মার্চ শনিবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ও সানরাইজার দশমাইল। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন-রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিতগণসহ চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির বর্তমান ও প্রাক্তন সকল ক্রিকেটারদের ক্রিকেট একাডেমি কর্তৃক দেয়া পোশাক পরিধান করে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।