স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একমাত্র সম্বল ইজিবাইকটি খোয়ালেন চালক সিরাজুল ইসলাম (৫৫)। গত শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম। তার দু ছেলে ও এক মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। মাঠে তার নিজের কোনো জমি নেই। তাই অনেক কষ্টে তিনি একটি ইজিবাইক কিনেছিলেন। ইজিবাইক চালিয়ে যা উপার্জন হতো তা দিয়ে সংসার চালাতেন তিনি। গত শুক্রবার দুপুরে ইজিবাইক চালানোর সময় চুয়াডাঙ্গা বড় বাজার থেকে নিচের বাজারে যাওয়ার কথা বলে দুজন লোক সিরাজুলের ইজিবাইকে ওঠে। তারা নিচের বাজারে মাংস পট্টিতে পৌঁছুলে ভাড়ার টাকা প্যান্টের পকেট থেকে বের করার সময় তাদের মধ্যে একজন সিরাজুলের মুখে অজ্ঞান হওয়া স্প্রে মারলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তারা তাকে বাজারের পাশের একটি গলিতে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে দ্রুত সটকে পড়ে বলে ধারণা করছেন অনেকে। সিরাজুলকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার গ্রামের মৃত জব্বার আলীর ছেলে ফরজ আলীকে মোবাইলফোনে খবর দেন। তিনি তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রায় ৩২ ঘণ্টা পর সিরাজুলের জ্ঞান ফেরে। কিন্তু তিনি পরিবারের কাউকে চিনতে পারছেন না। তবে ইজিবাইকটির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানান তার পরিবারের লোকজন।