মেহেরপুর অফিস: গতকাল শুক্রবার বাদ মাগরীব আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে মেহেরপুরের তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। শেষ দিনে মেহেরপুর সরকারি কলেজমাঠে হাজার হাজার মুসল্লি জুময়ার নামাজ আদায় করেন। এরপরও বয়ান শেষে বাদ মাগরীব আখেরি মোনজাতের জন্য তারা অপেক্ষায় থাকেন।
আখেরি মোনজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল আলহে-সূরা মসজিদের মাওলানা মাহামুদুল হাসান। শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসেন আঞ্চলিক ইজতেমা ময়দানে। কেউবা যানবাহনে আবার কেউ বা পায়ে হেঁটে আসেন সেখানে। মহিলাদের উপস্থিতিও ছিলো লক্ষনীয়। জুময়ার পর থেকে দিনের দাওয়াত ও ইমান-আমল নিয়ে বয়ান করেন তাবলীগের মুরুব্বিরা। এছাড়া মাগরিবের নামাজের পর আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় হাজার হাজার মানুষ আমিন আমিন ধ্বনি দিয়ে দোয়া সমর্থন করেন। আজ থেকে আবারও বিশ্বের সকল মানুষের কাছে দ্বিনের দাওয়াতে পৌঁছাতে বেরিয়ে পড়বেন মুসল্লিরা।