সুফিয়া বেগমের ইন্তেকাল : নামাজে জানাজায় মুসল্লির ঢল
ভালাইপুর প্রতিনিধি: খাদিমপুর ইউনিয়ন ও বর্তমান চিৎলা ইউপি চেয়ারম্যান সদ্য বিলুপ্ত জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর মা সুফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…………রাজেউন)। গতকাল তিনি নিজ বাড়ি আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা পশ্চিমপাড়া থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ছিলেন মরহুম মুনছুপ আলী মণ্ডলের স্ত্রী। গতকালই তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে দৌলতদিয়াড় মাথাভাঙ্গা ব্রিজের নিকট মৃত্যুর কোলে ঢোলে পড়েন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চেয়ারম্যান জিল্লুর রহমানসহ পরিবারের সদস্যরা বলেন, আমাদের মা অনেক দিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। সকালে হঠাৎ বেশি অসুস্থ পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত্যুকালে সুফিয়া বেগম ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। যার মধ্যে ছোট ছেলে জিল্লুর হরমান সাবেক খাদিমপুর ইউনিয়ন ও বর্তমান চিৎলা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।
বাদ আছর কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কয়রাডাঙ্গা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা ও দাফন কাজে চিৎলা ইউনিয়ন, খাদিমপুর ইউনিয়ন, গাংনী ইউনিয়ন, ভাংবাড়ি ইউনিয়ন, বাড়াদী ইউনিয়ন ও জুড়ানপুর ইউনিয়নের দলমত নির্বিশেষে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, গাংনী ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, আইনবিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, জেলা যুবলীগ নেতা তৌহিদুর রহমান ফকা, রাকিবুল ইসলাম রাকু, দেলোয়ার হোসেন দয়াল, আতিকুর রহমান বাপ্পি, জাকারিয়া হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, জিন্টু গুরু, কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক মাছুদুর রশিদ মাছুম, সহসভাপতি চন্দন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদর থানা ছাত্রলীগের সভাপতি সুমন রেজা, সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টু, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লেহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালন, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন ফারুক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মণ্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, যুবলীগের সভাপতি সাবান মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক বিটু, জহুরুল ইসলাম খোকন, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবলু মেম্বার, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, মামুন হোসেন, ফারুক হোসেন, নাজমুল হোসেন, ভাংবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন আলী মোল্লা, সহসভাপতি নান্নু মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।
চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকই বিবৃতি দিয়েছেন। দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।