স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে ইটভাটায় মাটি কাটতে গিয়ে মাটিচাপা পড়ে আরজুল্লাহ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কেএইচআর ইটভাটার মাটি কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। মৃত আরজুল্লাহ উপজেলার আমতৈল গ্রামের খোকা সর্দারের ছেলে। স্থানীয়রা জানান, আরজুল্লাহ বিকেলে পাশের হেমায়েতপুর গ্রামের কেএইচআর ইটভাটার মাটি কাটছিলেন। হঠাৎ অসাবধানতাবশত মাটির স্তূপ ধসে তার ওপর পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।