কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার চৌড়হাস মতি মিয়ার রেলগেটের পাশ থেকে ৬ মাস বয়সী এক অজ্ঞাত মৃত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে শহরতলীর ওই এলাকার রিজিয়া বেগমের বাড়ির সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে মতিমিয়া রেলগেটের পাশে অবস্থিত রিজিয়ার বাড়ির সামনে আনুমানিক ৬ মাসের এক মৃত শিশুকে পড়ে থাকতে দেখে। পরে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরমর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক ফরিদ হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।