হরিণাকুণ্ডু পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িতত্বভার গ্রহণ

 

হরিণাকুন্ডু প্রতিনিধি: গতকাল বুধবার হরিণাকুণ্ডু পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ তাদের দায়িত্বভার গ্রহণ করেন। দুপুর 12টায় পৌর মিলনায়তনে প্রধান সহকারী মকবুল হোসেনের সঞ্চালনায় এবং মেয়র শাহিনুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বভার গ্রহণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়র্দ্দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মাহতাব উদ্দীন, দলের যুগ্ম আহ্বায়ক বিশারত আলী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বজলুর রহমান ও পৌর সভাপতি আসমত আলী। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধিসহ দলের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।