মেহেরপুর আমঝুপিতে আওয়ামী লীগের দু গ্রুপে সংঘর্ষ

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর আমঝুপি নীলকুঠির সরকারি জলাশয় ও আমবাগান দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার রাতে দু দফায় পুলিশের উপস্থিতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের মিনার, জিয়া, মুছাদ, ঝন্টু, উজ্জল, হৃদয় ও সাত্তারসহ ১০-১৫ জন আগত হয়। মুমূর্ষু অবস্থায় আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে মেহেরপুর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। তার দু হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত হয়। তাদের মেহেরপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে খেড়া, ডাবলু, সুমন, মেন্টা, আওয়ালকে আটক করেছে। নীলকুঠির আমবাগান ইজারা নেয়াকে কেন্দ্র করে টুটুল নামে এক ব্যক্তি আহত হন। তারই রেশ ধরে কুঠিবাড়ি সরকারি জলাশয়ে স্থানীয় যুব সমিতির প্রায় ২০ মণ ছাড়া মাছ ঘের কেটে বের করে দেন এবং মাছ পাহাদারের কুঁড়েঘরটিতে আগুন দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।