মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের কয়েক গ্রামে শিলাসহ ঝড়-বৃষ্টি হওয়ায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার রাতে ৯টার দিকে ওই শিলাসহ ঝড়-বৃষ্টি হয়।
মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের কৃষক দিলিপ মণ্ডল বলেন, মাত্র ১৫ মিনিটে যে পরিমাণ শিলা বৃষ্টি হয়েছে তা রীতিমত ভীতিকর। আমার জীবনে এ ধরনের শিলা-বৃষ্টি দেখি নাই। প্রতিটি শিলের ওজন প্রায় আড়াইশ গ্রাম। শিলা বৃষ্টিতে আম-লিচু ও সজনে ফুল এবং ক্ষেতের উঠতি ফসল গম, পেঁয়াজ, মসুরি ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মোফাকখারুল ইসলাম জানান, এ সময় বৃষ্টির কোনো প্রয়োজন নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ। তারপরও শিলা-বৃষ্টি ও ঝড় ফসলের ব্যাপক ক্ষতি করবে এটাই স্বাভাবিক।