বাল্যবিয়ে প্রতিরোধে মেহেরপুরে ঝুঁকিপূর্ণ পরিবারে ছাগল বিতরণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুর ইউনিয়নের বারাদী কার্যালয় প্রাঙ্গণে বাল্যবিয়ে ঝুঁকিপূর্ণ ৯টি পরিবারের মাঝে ১৮টি ছাগল বিতরণ করা হয়। এ উপলক্ষে পিরোজপুর ইউনিয়নের বারাদী কার্যালয়ে আলোচনাসভায় ইউপি চেয়ারম্যান সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান। বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল আলম। এ সময় বাল্যবিয়ে ঝুঁকিপূর্ণ অতি দরিদ্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি মেহেরপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে। এ লক্ষ্যে এ জেলায় বাল্যবিয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে শনাক্ত করা হয়েছে। আর সে সব পরিবারের মাঝে ধারাবাহিকভাবে বিভিন্ন ফান্ড থেকে সহযোগিতা করা হবে। এতে যেন তারা সচ্ছল হয়ে ওঠে এবং তাদের বাড়ির মেয়েরাও যেন স্বাবলম্বী হয়ে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায়।