স্টাফ রিপোর্টার: দ্বিতীয় এনপিএল ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনাল সানরাইজার দশমাইল ৬ উইকেটে ওয়াল্টন রয়েল্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ওয়াল্টন রয়েলস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তৌফিক সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করে। জবাবে সানরাইজার দশমাইল ৮ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের শাকিল ৪ উইকেট দখলের পাশাপাশি ৩৮ রান করে ম্যান অব দি ম্যাচের পুরস্কার লাভ করে। এছাড়া হাইয়েস্ট স্কোরার ৪ তৌফিক, হায়েস্ট উইকেট টেকার আকরাম ও বিগ সিক্সারের পুরস্কার লাভ করে অনুকলি ইসলাম আকাশ। ম্যাচে শেষে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, অভিভাবক সদস্য আশাদুল হক আশা, নাজিবুদ্দৌলা খোকন ও মোল্লা ফার্ণিচারের স্বত্বাধিকারী সাইদুর রহমান মোল্লা। আগামী ৫ মার্চ একই মাঠে দ্বিতীয় এনপিএল ক্রিকেট লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।