ঠাকুরপুরে তাড়িয়ে ধানক্ষেতে ক্ষুরের পোঁচে রক্তাক্ত জখম যুবক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঠাকুরপুর পীরগঞ্জের বার্ষিক ইছালে সওয়াব চলাকালে নিকটস্থ রাস্তা থেকে এক যুবককে তাড়িয়ে ধরে ধানক্ষেতে ক্ষুরের পোঁচে রক্তাক্ত জখম করেছে স্থানীয় একদল যুবক। গতরাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষুরের পোঁচে জখম যুবক আব্বাস (২২) আলমডাঙ্গার পল্লী খাদিমপুরের শাহীদ উদ্দীনের ছেলে। সে গতরাতে বার্ষিক ওয়াজ শোনার জন্য ঠাকুরপুর মসজিদের নিকট যায়। সাথে ছিলো আরো কয়েক যুবক। তার সাথে অপর একদল যুবকের অজ্ঞাত বিষয় নিয়ে বিরোধ দানা বাঁধে। রাস্তা থেকে তাড়িয়ে ধরে হাতে ও পিঠে ক্ষুরের পোঁচে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পিঠে ও হাতে অসংখ্য সেলাই দিতে হয়েছে। সেলাই দেয়ার পর হাসপাতাল ত্যাগ করে সে। এ সময় আব্বাস অভিযোগ করে বলে, পূর্ব বিরোধের জের ধরে ঠাকুরপুরের তাইজেলসহ কয়েকজন তাড়িয়ে ধরে ক্ষুর দিয়ে পোঁচ মেরেছে।