ঝিনাইদহে বারবাজারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

ঝিনাইদহ পতিনিধি: ঝিনাদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ফুলবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, লাশের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে কেউ এখানে ফেলে রাখতে পারে অথবা রাতের কোন এক সময় যানবাহন থেকে পড়ে সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।