চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নানবার বাজারের নিউমার্কেটের সামনে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শিপন (১৭) নিহত হয়েছে। বৃহস্পতিাবর সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিপন উপজেলার বড়গাংনী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং গাংনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, বুহস্পতিবার বিকালে শিপন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নানবার বাজারে যাওয়ার পথে স্থানীয় নিউ মার্কেটের সামনে পৌঁছায়। এসময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক শিপন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। # #