টিপ্পনী
খবর: (চুয়াডাঙ্গার কোটালী গ্রামে বিদ্যুত সংযোগ দেয়ার নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ)
সবাই বলে টাকা পেলে
কাঠের পুতুল হা করে
টাকা নাকি রাতারাতি
ধাড়ি ভেঙে ছা করে।
টাকা বাদে সব মানুষই
খুনসুঁটি ও না করে,
টাকা হলেই মুচকি হেসে
আসল কাজে গা করে।
খুব বোঝা যায় টাকা পেলে
সবই খয়ের খা করে,
বিদ্যুত দেন অমুক নেতা
পয়সা নিয়েই তা করে।
আহাদ আলী মোল্লা