জীবননগর ব্যুরো: জীবননগর ইসলামপুরে মুদি দোকানে টিন কেটে চুরি করা হয়েছে। গত সোমবার রাতে দোকানের পেছনের টিন কেটে নগদ টাকা ও মালামল চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
জানা যায়, নারায়ণপুর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান সোমবার রাতে প্রতিদিনের ন্যায় তার মুদিদোকানটি বন্ধ করে বাড়ি ফেরেন। রাতের কোনো এক সময়ে চোরচক্র দোকানের পেছনের টিন কেটে ভেতরে ঢুকে নগদ ১০/১২ হাজারসহ মালামাল চুরি করে পালিয়ে যায়।