স্টাফ রিপোর্টার: গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য গোপীনগরের মহাশিন আলী (৫৫) ও তার বড় ভাই আবু মুসাকে (৬০) মেরে আহত করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে গোকুলখালী বাজারে একটি দোকানের সামনে একই গ্রামের ওল্টু মারপিট করে বলে অভিযোগ। কেন? আহত মহাশিন আলী অভিযোগ করে বলেছেন, গোপীনগরের ওল্টুর ছেলে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে বিদ্যালয়ের এক বিবাহিতা ছাত্রীকে উত্ত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ে উপস্থাপন করা হয়। ওল্টুর ছেলেকে শাসন করা হলে সে বিদ্যালয়ে আর আসছে না। এ নিয়ে ওল্টু ক্ষুব্ধ হয়। তারই জের ধরে গোকুলখালী বাজারে পেয়ে মারপিট করতে থাকে। বড় ভাই মুসা ঠেকাতে এলে তাকেও মারধর করে।
দু ভাইকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাশিন উপরোক্ত তথ্য দিলেও অপর পক্ষের মন্তব্য গতরাতে তাৎক্ষণিকভাবে নেয়া সম্ভব হয়নি। ফলে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি, ঘটনার আড়ালে আরো কোন ঘটনা লুকিয়ে আছে কি-না।