দৌলতপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার লাশ বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে গেছে। এ সময় অপর এক বাংলাদেশি আহত হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হচ্ছে বলে জানা গেছে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার ডাঙ্গেরপাড়া গ্রামের ৬-৭ জন যুবক সীমান্ত সংলগ্ন কালু সরকারপাড়া নামক স্থানে বসে গল্প করছিলো। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া গ্রামের টহলরত বিএসএফ সদস্য তাদেরকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে মামুন (৩২) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মামুনের লাশ তার বন্ধুরা নিয়ে আসার চেষ্টা করলে বিএসএফ পুনরায় গুলি চালালে আলিম (৩০) নামে আরেক যুবক আহত হন। তারা লাশ ফেলে পালিয়ে এলে বিএসএফ মামুনের লাশ তাদের ক্যাম্পে নিয়ে যায়। বিজিবির-৪৭ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর ক্যাম্পের নায়েক সুবেদার সুবোধ পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত হয়ে যাওয়ায় এখন বিএসএফের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অপরদিকে সীমান্তসূত্র বলেছে, গরু পাচার করে আনার জন্য সীমান্তে গেলে বিএসএফ গুলি করে। গুলিতে মামুন নিহত হয়। আলিম আহত হয়।