খবর: (মানিকগঞ্জে ভাগ্নের হাতে দুই মামা খুন)
ভাগ্নে এবার খুন করেছে
দুই দু’খানা মামা,
শুনেই আমার শুরু হলো
শাথা-শরীর ঘামা!
ভাগ্নে ওরা মানুষ নাকি
মানুষ নামের ছায়া,
হারিয়েছে জাত কূল ও মান
মর্যাদা আর হায়া।
ভাগ্নে নিয়ে ভারি বিপদ
আতঙ্ক খুব জ্বালা,
ওদের ভয়ে মারার পিঠে
বাঁধতে হবে ছালা।
আহাদ আলী মোল্লা