কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মোয়াবিয়া হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি ও ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোটচাদপুর সার্কেল এএসপি আলী আজম খান জানান, কোটচাদপুর উপজেলা পরিষদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মোয়াবিয়া হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সলেমানপুরের জাবড়া ক্ষেত এলাকার মাহবুবের আমবাগানে পুঁতে রাখা অবস্থায় পলিথিনে মোড়ানো ১টি পাইপগান, ৬ রাউন্ড রাইফেলের গুলি ও ৪টি তাজা বোমা উদ্ধার করা হয়। সার্কেল এএসপি আরো জানান, মোয়াবিয়া হোসাইন ২০১৫ সালের বোমা হামলা মামলার পলাতক আসামি ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস ঘটনা ঘটানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে।