ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ কাউন্সিলর পদে ৫৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কালীগঞ্জ প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে ২০ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন পুরুষ ও মহিলা কাউন্সিলর পদে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ২০ মার্চ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থী মকছেদ আলী, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আতিয়ার রহমান, আ.লীগ বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুর জামান লাল, ইসলামী ঐক্য আন্দোলন প্রার্থী নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী, মাসুদুর রহমান মন্টুসহ ৬ মেয়র প্রার্থী এবং ৯টি ওয়ার্ডে পুরুষ ও মহিলা কাউন্সিলর পদে ৫৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।