স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ির বুদ্ধিমানপাড়ার মামুনের বিরুদ্ধে শিশুধর্ষণ অপচেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অপচেষ্টা চালায়।
জানা গেছে, গত শনিবার দুপুরে বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার এক দিনমজুরের শিশুকন্যাকে (৫) মুসলিমপাড়ার ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অপচেষ্টা চালায় এলাকারই মাসুদ হোসেনের ছেলে মামুন (১৬)। ঘটনার পর শিশুকন্যা বাড়ি ফিরে তার ফুফুকে বিষয়টি জানিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা দানা বাঁধে। অভিযুক্ত মামুন এই শিশুকন্যার সাথে এর আগেও একবার এ ঘটনা ঘটানোয় ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় মাতবররা সালিস ডাকলেও সুষ্ঠু বিচার না হওয়ায় তা ভেস্তে যায়। অভিযুক্ত মামুনের পিতা মাসুদ হোসেন জানান, ছেলে একটা কাজ করেছে, এখন কী আর করা। এদিকে শিশুকন্যার পিতা-মাতা সুষ্ঠু বিচার চেয়ে মামলা করবেন বলে জানিয়েছে।