স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে কলেজ রোডস্থ জেলা জাসদের দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অ্যাড. সেলিম উদ্দিন খান। সর্বসম্মতিক্রমে অ্যাড. সেলিম উদ্দিন খানকে আহ্বায়ক ও মো. তৌহিদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ শেখ, আবুল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন, শুকুর ফকির, মোয়াজ্জেম হোসেন, আলাউদ্দিন, সাফায়েতুল ইসলাম, রবিউল হক জোয়ার্দ্দার, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, আজিজ মৃধা, মো. হাসান, মকবুল হোসেন, নজরুল ইসলাম, আব্দুল মালেক, জমসেদ খান, মজিবর রহমান, আমিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মুকুল হোসেন, কামাল উদ্দিন, মো. ইমন, লাল্টু মিয়া, ইয়াকুব হোসেনসহ ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল ও ২ মার্চ পতাকা দিবস সফল করার জন্য জেলার জেএসডি সাংগঠনিক সকল কর্মকাণ্ড সক্রিয় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। বক্তব্য রাখেন আব্দুল্লাহ শেখ, আবুল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, আলাউদ্দিন, মকবুল হোসেন, সাফায়েতুল ইসলাম, রবিউল হক জোয়ার্দ্দার, আজিজ মৃধা, জামসেদ খান প্রমুখ।