আমঝুপি প্রতিনিধি: আমঝুপির রঘুনাথপুর কলোনিপাড়া প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল রোববার সকাল ৯টার দিকে আমঝুপি নীলকুঠি কোর্চিং ক্রিকেট টুর্নামেন্টেরর খেলায় অংশগ্রহণ করে রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব ও আমঝুপি শেখপাড়া একাদশ। রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব টস জিতে আমঝুপি শেখপাড়া একাদশকে ব্যাট করতে আমন্ত্রণ জানালে নির্দিষ্ট ১২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করে। চমক দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে।
জবাবে রঘুনাথপুর ভিক্টোরিয়া ক্লাব ১১০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। হাবিবুর দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করে। এ সময়ে দর্শক সারিতে উপস্থিত ছিলেন নীলকুঠি একাডেমিক কোর্চিং সেন্টারের পরিচালক মোহাম্মদ হোসেন শান্ত।
দিনের অপর খেলায় রঘুনাথপুর গোন্ডেন ক্লাব টস জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে আরসিবি একাদশ ১১৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৮ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। রঘুনাথপুর গোন্ডেন ক্লাবের সর্বোচ্চ উইকেট ৪ উইকেট পায় মুহিন। খেলা পরিচালনায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে মো. মিজানুর রহমান তাকে সাহায্য করার জন্য সহকারী আম্পায়ার হিসেবে ছিলেন মো. বিপ্লব হোসেন।