স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ও কাপাসাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক বর্ধিতসভায় আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাই সম্পন্ন করা হয়েছে। ফলসী ইউনিয়ন আ.লীগ সভাপতি বাবু নিমাই চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে বর্ধিতসভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ আহ্বায়ক আশরাফুল হক জুয়েল। গতকাল বিকেল ৪টার দিকে ফলসী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত বর্ধিতসভায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আসাদুল হক, ২নং ওয়ার্ড সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক বজলুর রহমান জোয়ার্দ্দার, ৫নং ওয়ার্ড সভাপতি নওশের আলী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মিন্টু আলী, সাধারণ সম্পাদক আব্দূল গাফ্ফার, ৭নং ওয়ার্ড সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক লাল্টু হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি ওয়াদ আলী, সাধারণ সম্পাদক আনিসুর রহামন, ৯নং ওয়ার্ড সভাপতি ডা. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আমিরুজ্জামার পলাশ চৌধূরী, ফজলুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা আহ্বায়ক কামাল হোসেন চৌধূরী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সমিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতভাবে ঝিনাইদহ জেলার শাখার নেতা ফলসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমানকে আ.লীগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাছাই সম্পন্ন করা হয়।
অন্যদিকে উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়ন আ.লীগের বর্ধিতসভা ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ মণ্ডলের সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মশিউর রহমান জোয়ার্দ্দার, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি শহিদ কাজী, ৩নং ওয়ার্ডের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক ছাব্দার আলী, ৪নং ওয়ার্ডের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি বদর উদ্দীন মিন্ট, সাধারণ সম্পাদক আবেদ আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক বকুল মোল্লা, ৭নং ওয়ার্ডের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক মওলা, ৮নং ওয়ার্ডের সভাপতি শফিউদ্দীন, সাধারণ সম্পাদক মনিরউদ্দীন, ৯নং ওয়ার্ডের সভাপতি আলা উদ্দিন, সম্পাদক মুকুল প্রমুখ। এছাড়া সভায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিতসভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছায়ের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সভা শেষে কাপাসাটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান জোয়ার্দ্দারকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে প্রার্থী বাছাই সম্পন্ন করা হয়।