২৩ জুন ইইউ গণভোট ডাকলেন ক্যামেরন
মাথাভাঙ্গা মনিটর: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকার প্রশ্নে আগামী ২৩ জুন গণভোট ডেকেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মন্ত্রিপরিষদের এক ব্রিফিং শেষে ডাউনিং স্ট্রিটে গণভোটের ঐতিহাসিক এ ঘোষণা দেন তিনি। গণভোটকে এযাবতকালের সবচেয়ে বড় সিদ্ধান্ত অভিহিত করে ক্যামেরন বলেন, ইইউয়ে থাকার পক্ষেই প্রচার চালাবেন তিনি। মন্ত্রিপরিষদের অনেক মন্ত্রীই ইইউয়ে যুক্তরাজ্যের থাকার পক্ষে মত দিয়েছেন। তবে অন্যান্যরা ক্যামেরনের বিপক্ষেই প্রচার চালাবেন বলে জানিয়েছে বিবিসি। ক্যামেরন সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া মানে অন্ধকারে নিমজ্জিত হওয়া। তিনি ভোটারদেরকে সংস্কার চুক্তি সমর্থন করার আহ্বান জানান।
হরিয়ানায় কারফিউ, দেখা মাত্র গুলির নির্দেশ
মাথাভাঙ্গা মনিটর: অনগ্রসর জাতি হিসেবে অধিকার সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ঘিরে ভারতের রাজ্য হরিয়ানায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। আন্দোলন দমনে কারফিউ জারি করা হয়েছে দুই জেলায়। বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে সেখানে। জাঠ সম্প্রদায়ের এই আন্দোলনে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো হয়েছে প্রায় ৮০ জন। এছাড়াও নয়টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে কোটা সংরক্ষণের দাবিতে জাঠদের বিক্ষোভে কয়েকদিন ধরেই উত্তপ্ত হরিয়ানা। তবে শুক্রবার তা মারাত্মক আকার নেয়। আধা সামরিক বাহিনী বিএসএফ ও পুলিশের ওপর চলে হামলা। বিশেষ করে, রোহতাক, ঝাজ্জর, সোনিপত, ভিওয়ানি সহ একাধিক জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মন্ত্রী, পুলিশ কর্মকর্তাদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। হরিয়ানার সরকার জানিয়েছে, জাঠ আন্দোলনকারীদের কোন নির্দিষ্ট নেতা না থাকায় তাদের সঙ্গে আলোচনায় বসা মুশকিল হচ্ছে।
রাজধানী ঘুরে পার্কে ফিরেছে কেনিয়ার সেই সিংহ
মাথাভাঙ্গা মনিটর: গত শুক্রবার কেনিয়ার রাজধানীর ন্যাশনাল পার্ক থেকে দুটি সিংহ পালিয়ে গিয়ে শহরের জনবসতিপূর্ণ এলাকার দিকে চলে গিয়েছিলো। গতকাল শনিবার সিংহ দুটি পার্কে ফিরে গেছে বলে জানিয়েছে দেশটির ওয়াইল্ডলাইফ কর্মকর্তা। দেশটির বন্যপ্রাণী সার্ভিস (কেডব্লিউএস) এর মুখপাত্র পল উডোতো জানান, সিংহী ও তার ছানা নিরাপদে পার্কে ফিরে গেছে। আর ভোর হওয়ার আগেই ফিরে যায় অপর দুই সিংহ। এর আগে স্থানীয় সংবামমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছিলো বুরুন্ডির রাজপথেই দুটো সিংহকে দেখা যায়। পল জানিয়েছিলেন, সিংহ বিপজ্জনক বন্য প্রাণী। তাই তাদের মুখোমুখি হয়ে উত্তেজিত করবেন না এবং নিজে থেকে তাদের ধরতে যাবেন না। নাইরোবির রাস্তায় সিংহ হেঁটে বেড়ানোর খবর এটাই প্রথম নয়। এর আগেও সিংহ ছানাকে রাস্তায় দেখা গেছে। পার্ক থেকে বের হয়ে গিয়েছিল জিরাফ ও জেব্রাও।
লেখক হার্পার লি আর নেই
মাথাভাঙ্গা মনিটর: আমেরিকান সাহিত্যের অন্যতম আলোচিত নাম ও ‘টু কিল আ মকিংবার্ড’ বইয়ের লেখক সাহিত্যিক হার্পার লি মারা গেছেন। গতকাল শুক্রবার ৮৯ বছর বয়সে অ্যালাব্যামার মোনরোভিলের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের। লি-র আইনজীবী তোনজা কার্টার এক বিবৃতিতে বলেন, গতকাল সকালে ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন লি। তার শেষকৃত্য ‘ব্যক্তিগতভাবে’ করা হবে জানানো হলেও কোনো তারিখ ঘোষণা করা হয়নি। মৃত্যুর আগে কয়েক দশক ধরে তিনি বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন। ‘টু কিল আ মকিংবার্ড’ মার্কিন সাহিত্যের এক অমরকীর্তি হয়ে আছে। ধর্ষণের অভিযোগ থেকে এক কালো মানুষকে রক্ষায় শ্বেত আইনজীবীর লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। ৫৫ বছর আগে প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে উপন্যাসটির চার কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ২০১৫ সালে ‘মকিংবার্ড’ উপন্যাসের সিক্যুয়েল ‘গো সেট আ ওয়াচম্যান’ প্রকাশিত হয়। খ্যাতি সত্বেও লি গণমাধ্যম এড়িয়ে চলতেন, তার প্রকাশিত সাক্ষাৎকারের সংখ্যা বিরল। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ লি-কে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কারে ভূষিত করেন। ১৯২৬ সালে অ্যালব্যামার মোনরোভিলে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আইনজীবী পিতা-মাতার চার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। ১৯৬০ সালে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের উত্তুঙ্গু সময়ে তার বিখ্যাত উপন্যাস ‘টু কিল আ মকিংবার্ড’ প্রকাশিত হয়
চলে গেলেন ঔপন্যাসিক, দার্শনিক উমবের্তো একো
মাথাভাঙ্গা মনিটরধ: রহস্যোপন্যাস ‘নেইম অব দ্যা রোজ’ খ্যাত ইতালিয়ান ঔপন্যাসিক ও দার্শনিক উমবের্তো একো আর নেই।৮৪ বছর বয়সী এই লেখক শুক্রবার রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের বরাতে বিবিসি জানিয়েছে। তবে একো মিলান ও রিমিনির কোন বাড়িতে মারা গেছেন কিংবা তার মৃত্যুর কারণ জানা যায়নি। ইতালির উত্তরাঞ্চলীয় শহর আলেসান্দ্রিয়ায় ১৯৩২ সালে জন্মগ্রহণ করা একো লেখালেখি চালিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। চিহ্নবিজ্ঞানী, ঐতিহাসিক এবং সাহিত্য সমালোচক একোর প্রথম যে উপন্যাসটি ১৯৮০ সালে প্রকাশিত হয়, তিনবছর পর সেটিই ‘দ্য নেইম অফ দ্য রোজ’ নামে ইংরেজিতে অনূদিত হয়, যা বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোড়ন তোলে। ১৯৮৯ সালে উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়, যাতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেতা শন কনারি। ১৩২৭ খৃষ্টাব্দে ইতালির একটি বেনেডিক্টিয় একটি মঠে কয়েকজন সন্ন্যাসীর রহস্যজনক মৃত্যু এবং সেই রহস্য উদঘাটেন আরেক সন্ন্যাসী উইলিয়ামের তৎপরতা অসামান্য মুন্সীয়ানায় একো তুলে ধরেছেন এই উপন্যাসে।
আল-কায়েদার দখলে ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর
মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ আহওয়ার শহর দখলে নিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। শনিবার শহরটি তারা দখলে নেয় বলে জানিয়েছে এলাকাবাসী। উপকূলের এই শহরটিতে ৩০ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। বন্দর নগর মুকাল্লার সঙ্গে যোগাযোগের জন্য এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুক্কালা এবং ছোট শহর জিনযিবার দুটোই নিয়ন্ত্রণে নিয়েছে আল-কায়েদা। গতকাল শনিবার ভোরেই স্থানীয় প্রতিরক্ষা দলের সঙ্গে সংঘর্ষ হয় আল-কায়েদার। সংঘর্ষে তিনজন নিহত হয়। এছাড়া শুক্রবার রাতেও বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এলাকাবাসী।
প্যারিসের একটি রেস্টুরেন্টে ব্যাংকারদের ঢুকতে মানা!
মাথাভাঙ্গা মনিটর: রেস্টুরেন্টের বাইরে একটি ব্ল্যাক বোর্ডে লেখা, কুকুরের প্রবেশাধিকার রয়েছে কিন্তু ব্যাংকারদের নয়। যত টাকাই থাকুক না কেন, মালিক আলেকজান্ডার ক্যালেট কোন অবস্থাতেই এই পেশাজীবীদের রেস্টুরেন্টে ঢুকতে দিতে নারাজ। রেস্টুরেন্টের আরেকটি শাখা খোলার জন্য ক্যালেটের দরকার ছিল ৭০ হাজার ইউরো। এই অর্থ ঋণ পেতে ব্যাংকের দ্বারে দ্বারে ধরণা দেয়ার পর যখন সবখানেই বিমুখ হয়েছেন তখন ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধন্ত নেন ক্যালেট। ব্যাংকারদের ওপর নিষেধাজ্ঞা সম্বলিত ওই নোটিশ তার ক্ষোভেরই বহিঃপ্রকাশ।