স্টাফ রিপোর্টার: খেলাধুলা ও সাংস্কৃতি আজ বাংলাদেশকে সারাবিশ্বের সাথে পরিচয় করে দিয়েছে। খেলাধুলার মাধ্যমেই একটি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যে দেশ খেলাধুলায় এগিয়ে সারাবিশ্বে তার পরিচিতি রয়েছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ জন্য বর্তমান সরকার খেলাধুলাসহ সব বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় অংশ নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তাহলে আমরা দেশেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। উপরোক্ত কথা গুলো বলেন, জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্য রাখছিলেন। এ সময় তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় শিশুদের মেধা বিকাশে সুযোগ করার প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও আমাদের সন্তানদের মনোযোগী হতে হবে। তারা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে না পারে সে দিকে অভিভাবকগণকে সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ নাথ পোর্দ্দার, সদর উপজেলা ভাইস চেয়ারমান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম প্রমুখ। দিনব্যাপী ৪৮টি ইভেন্টে ৩৮৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর আগে সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি একই মাঠে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।